উড়ো মাছ
মাছের দেখো বিশাল ডানা,
পাখি ছিলো আগে?
ডানা নিয়ে সাগরে বাস
বড়ই আজব লাগে।
জলের ভেতর দস্যু হঠাৎ
ধাওয়া করে আসে,
মাছ গুলো যে পিছন ফিরে
একটু খানি হাসে।
টর্পেডো যে ঝড়ের বেগে
জলের বুকটা ফুড়ে,
ডানা মেলে শূন্যে তারা
ঝাঁক বেঁধে সব উড়ে।
মন খারাপের নীল আকাশ ঐ—
ছুঁয়ে দেখতে মানা,
তবুও খুশী তাদের আছে
একটু ওড়ার ডানা।
পাখি ছিলো আগে?
ডানা নিয়ে সাগরে বাস
বড়ই আজব লাগে।
জলের ভেতর দস্যু হঠাৎ
ধাওয়া করে আসে,
মাছ গুলো যে পিছন ফিরে
একটু খানি হাসে।
টর্পেডো যে ঝড়ের বেগে
জলের বুকটা ফুড়ে,
ডানা মেলে শূন্যে তারা
ঝাঁক বেঁধে সব উড়ে।
মন খারাপের নীল আকাশ ঐ—
ছুঁয়ে দেখতে মানা,
তবুও খুশী তাদের আছে
একটু ওড়ার ডানা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আলমগীর সরকার লিটন ৩০/০১/২০২০বাহ চমৎকার ছন্দময়