ভিজে ভিজে মিশি
কুহেলিকা ছিড়ে রোদ
একফালি হাসে;
শিশিরের গলা সাথে
তাই ভালোবাসে।
যত আছে অভিমান
ক্ষত তার বেশি;
বরষার মতো ঝরি
ভিজে ভিজে মিশি।
-----
একফালি হাসে;
শিশিরের গলা সাথে
তাই ভালোবাসে।
যত আছে অভিমান
ক্ষত তার বেশি;
বরষার মতো ঝরি
ভিজে ভিজে মিশি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ডাঃঅলোক সরকার ০৪/০৭/২০২১
-
আলম সারওয়ার ৩০/০৮/২০২০চমত্কার লিখনি কবিজি।শুভেচ্ছা জানবেন অসংখ্য
-
স্বপন গায়েন ২৫/১২/২০১৯সুন্দর!
-
আলম সারওয়ার ১২/১২/২০১৮অসাধারণ কবিতার জন্য শুভেচ্ছা জানবেন প্রিয় কবি
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ২১/০৯/২০১৮অ
সা
ধা
র
ণ -
ডা: সুদীপ্ত ৩০/০৮/২০১৮ভিজে ভিজে মিশি! সুন্দর লেখনী।
-
কে. পাল ৩০/০৮/২০১৮Sundor
-
মধু মঙ্গল সিনহা ২৭/০৮/২০১৮ভাল।
-
সাইয়িদ রফিকুল হক ২৫/০৮/২০১৮ভালো।
কবিরা লেখে কবিতা
যার প্রতি পংক্তিতে থাকে কথা,
নীরবে নিভৃতে পুন্জিত নীরবতা। অসাধারণ।