স্বপ্ন মেশে
আজ সব ভুলি কত সহজেই
চেনা লোক চেনা স্বপ্ন মনে নেই!
চেনা পথ যে অচেনা;
আঁকাবাঁকা সূত্রে দেনা
স্বপ্ন মেশে কৃষ্ণচূড়া পলাশেই।
চেনা লোক চেনা স্বপ্ন মনে নেই!
চেনা পথ যে অচেনা;
আঁকাবাঁকা সূত্রে দেনা
স্বপ্ন মেশে কৃষ্ণচূড়া পলাশেই।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
স্বপন গায়েন ২৯/০১/২০২০সুন্দর।
-
মোবারক হোসেন ২৫/০৭/২০১৮ভুলের তরে ভুলিয়া রোজ অতীত খাই গিলিয়া।ভাল লাগা অনেক অনেক।
-
কে. পাল ২১/০৭/২০১৮Sundor
-
কামরুজ্জামান সাদ ১৫/০৭/২০১৮সবকিছু ভুলে যেতে হয়,ভুলে যাই।
-
মোঃ নূর ইমাম শেখ বাবু ১৪/০৭/২০১৮চমৎকার শব্দের গাঁথুনিতে মনোরম ভাবে সজ্জিত করেছেন কবি।
অসাধারণ লেগেছে । পাঠে মুগ্ধ হয়েছে অন্তর।
হাজার গোলাপের শুভেচ্ছা ও ভালবাসা জানাই।
সুখে শান্তিতে থাকুন। সঙ্গে রাখুন। ধন্যবাদ-------------------------------------------