তুমি এসে আজ
তুমি এসে আজ চলে যাবে জানি
আছে যে তোমার কাজ;
তোমারে দেখিয়া হয়েছি নীরব
স্তব্ধ রয়েছি আজ!
তোমাতে চাহিয়া তোমাকে দেখিয়া
মুখ ঢাকি লজ্জায়;
শুধু ভাবি প্রিয়, সেদিন আসোনি
এ বাসর সজ্জায়!
আছে যে তোমার কাজ;
তোমারে দেখিয়া হয়েছি নীরব
স্তব্ধ রয়েছি আজ!
তোমাতে চাহিয়া তোমাকে দেখিয়া
মুখ ঢাকি লজ্জায়;
শুধু ভাবি প্রিয়, সেদিন আসোনি
এ বাসর সজ্জায়!
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৫/১১/২০১৭অনবদ্য
-
মিটন বনিক বাবু ১৩/১১/২০১৭শুভেচ্ছা রইল
-
সোলাইমান ১৩/১১/২০১৭ভালো লাগলো। শুভেচ্ছা জানবেন কবি বন্ধু।আমন্তণ আমার পাতায়।
-
কামরুজ্জামান সাদ ১৩/১১/২০১৭সেদিন আসোনি এ বাসর সজ্জায়!
-
মধু মঙ্গল সিনহা ১২/১১/২০১৭সুন্দর
-
সুজয় সরকার ১২/১১/২০১৭বাঃ বেশ!