তোমার কথায় মনে পড়ে
তোমার কথায় মনে পড়ে
ফাগুন বেলার ভোরে;
আলতো সুরে গান করিতে
আমার মনের দোরে।
ফাগুন গেল শ্রাবণ এল
বহিল কতই ধারা;
মলয় ও বাতাসের মাঝে
পাই এ মনেতে সাড়া
-----
ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: ১০/৮ মাত্রা।
ফাগুন বেলার ভোরে;
আলতো সুরে গান করিতে
আমার মনের দোরে।
ফাগুন গেল শ্রাবণ এল
বহিল কতই ধারা;
মলয় ও বাতাসের মাঝে
পাই এ মনেতে সাড়া
-----
ছন্দ: মাত্রাবৃত্ত
পর্ব বিভাজন: ১০/৮ মাত্রা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুজয় সরকার ০৫/১১/২০১৭অনুভবের সুন্দর প্রকাশ।'কথায়' বোধহয় 'কথাই' হবে।
-
সাঁঝের তারা ০৫/১১/২০১৭অসাধারণ
-
কে. পাল ০৫/১১/২০১৭Valo
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০৫/১১/২০১৭অসাধারণ লেখনী!
-
সোলাইমান ০৫/১১/২০১৭দারুন সুন্দর লেখা।
-
মধু মঙ্গল সিনহা ০৪/১১/২০১৭খুব ভালো
-
সাইয়িদ রফিকুল হক ০৪/১১/২০১৭ভালো।