দেখা পাই
আজকে তোমার দেখা পাই
আমার মনের ঘরে;
তুমি বন্ধু জেগেই আছো
আমার কথার পরে।
তোমার দেশে যাব ই আমি
বলতে আমার কথা;
সেদিন যেন চিনতে পারো
না হয় যেন বৃথা।
-----
আমার মনের ঘরে;
তুমি বন্ধু জেগেই আছো
আমার কথার পরে।
তোমার দেশে যাব ই আমি
বলতে আমার কথা;
সেদিন যেন চিনতে পারো
না হয় যেন বৃথা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মাহিদ সিদ্দিকী আলিফ ০৫/১১/২০১৭অসাধারণ কাব্যিক ভাবনা! অনবদ্য প্রিয় কবি! খুব ভালো লাগল..!
-
সোলাইমান ০৪/১১/২০১৭অপূর্ব সুন্দর আপনার প্রতিটি কবিতা।অনেক শুভেচ্ছা আপনাকে।ভালো থাকবেন প্রিয় কবি।।।
-
ফয়সাল রহমান ০৩/১১/২০১৭খুব ভালো
-
স্বপন রোজারিও (মাইকেল) ০৩/১১/২০১৭সুন্দর