অশ্রুতলে
ঘাটের পারেতে বসে আজ
ভেবেছ কাহার কথা!
আলতো জলে স্নান সেরেছ
আঁচল ভিজেছে সেথা।
যতনে দেখেছ নিজেকেই
মেশালে নদীর জলে;
দূর থেকে দেখে গেছি আমি
তোমার ও অশ্রুতলে।
ভেবেছ কাহার কথা!
আলতো জলে স্নান সেরেছ
আঁচল ভিজেছে সেথা।
যতনে দেখেছ নিজেকেই
মেশালে নদীর জলে;
দূর থেকে দেখে গেছি আমি
তোমার ও অশ্রুতলে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ০১/১১/২০১৭
-
jdnf ৩১/১০/২০১৭অনবদ্য একটি কবিতা খুব সুন্দর হয়েছে।
-
সাইয়িদ রফিকুল হক ৩১/১০/২০১৭আচ্ছা।
-
আজাদ আলী ৩১/১০/২০১৭Khub Valo laglo
-
মধু মঙ্গল সিনহা ৩১/১০/২০১৭সুন্দর ,ধন্যবাদ প্রিয় কবি।
-
মুহাম্মদ মোজাম্মেল হোসেন ৩১/১০/২০১৭সুভাবনার সুন্দর প্রীতিবোধের মুগ্ধকর কবিতা ।
ভাল লাগলো । ধন্যবাদ প্রিয় কবি ।
শুভকামনা রইল।