নীরবতা
তোমার ওই রূপের মাঝে
ও স্বপ্ন আঁকা আছে;
আজ হারিয়ে চোখের কোণে-
তোমার মনের কাছে।
যতই তুমি বারণ করো
আমি শুনি না যে কথা;
তোমার চোখে চোখ রাখিব
আজ শুধু নীরবতা।
-------
ও স্বপ্ন আঁকা আছে;
আজ হারিয়ে চোখের কোণে-
তোমার মনের কাছে।
যতই তুমি বারণ করো
আমি শুনি না যে কথা;
তোমার চোখে চোখ রাখিব
আজ শুধু নীরবতা।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সংকেত ০৭/১২/২০১৭সত্যিই নীরব
-
সোলাইমান ৩১/১০/২০১৭দারুন সুন্দর লিখেছেন প্রিয় কবি।
-
সুমন দাস। ৩০/১০/২০১৭বাঃ বেশ বেশ
-
মধু মঙ্গল সিনহা ৩০/১০/২০১৭বেশ লাগলো
-
আজাদ আলী ৩০/১০/২০১৭Nice poem sir.
-
সাইয়িদ রফিকুল হক ৩০/১০/২০১৭বেশ লাগলো বন্ধু।