লুকিয়ে কথা
তুমি তখন ঘুমিয়েছিলে-
তোমার বিছানায়;
জানালা দিয়ে দেখে যে গেছি
তোমার সীমানায়।
কখন তুমি ঘুমিয়ে গেছ
উঠবে তুমি কবে!
পথের ধারে এসে আবার
লুকিয়ে কথা হবে।
তোমার বিছানায়;
জানালা দিয়ে দেখে যে গেছি
তোমার সীমানায়।
কখন তুমি ঘুমিয়ে গেছ
উঠবে তুমি কবে!
পথের ধারে এসে আবার
লুকিয়ে কথা হবে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কবিসম্রাট রাধাশ্যাম জানা ২৯/১০/২০১৭দারুণ সুন্দর
-
মোঃ মুসা খান ২৯/১০/২০১৭হবেইতো
-
সাঁঝের তারা ২৯/১০/২০১৭বেশ
-
সোলাইমান ২৯/১০/২০১৭অপূর্ব সুন্দর লিখেছেন প্রিয় কবি, আন্তরিক শুভকামনা রইল।
-
মধু মঙ্গল সিনহা ২৮/১০/২০১৭খুব ভালো লাগল।
-
কে. পাল ২৮/১০/২০১৭দারুন
-
আজাদ আলী ২৮/১০/২০১৭Nice sir