তোমার এ প্রতিদান
সেই হাসি দিলে আজ
আজ তুমি অবেলায়;
সেই তুমি এলে আজ
আমার এ আঙিনায়।
সেদিনের সাথি ছিল
শুধু কত অভিমান।
আজ সব ভুলে গেছি
তোমার এ প্রতিদান।
আজ তুমি অবেলায়;
সেই তুমি এলে আজ
আমার এ আঙিনায়।
সেদিনের সাথি ছিল
শুধু কত অভিমান।
আজ সব ভুলে গেছি
তোমার এ প্রতিদান।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সোলাইমান ২৬/১০/২০১৭অসাধারণ কাব্যিক। সুপ্রিয় কবি,শুভেচ্ছা জানবেন।আমন্ত্রণ আমার পাতায়
-
কামরুজ্জামান সাদ ২৫/১০/২০১৭সুন্দর ছন্দের সমীকরণ।সত্যি মুগ্ধ হলাম।
-
আজাদ আলী ২৪/১০/২০১৭Valo laglo priy
-
সাইয়িদ রফিকুল হক ২৪/১০/২০১৭ভালো লাগলো।
-
আবুল খায়ের ২৪/১০/২০১৭darun.
-
মধু মঙ্গল সিনহা ২৪/১০/২০১৭সুন্দর