আজ বলে যাও
কোন পথে আজ চলে যাও-
আমার এ প্রাণের দোসর;
কিছু কথা আজ বলে যাও-
খুশিতেই আমার অন্তর।
তোমার চলার পথ দেখি
আজ খুশিতেই মধুময়;
তোমাতেই বলার ছিল যে
এখনই পেয়েছি সময়।
-------
আমার এ প্রাণের দোসর;
কিছু কথা আজ বলে যাও-
খুশিতেই আমার অন্তর।
তোমার চলার পথ দেখি
আজ খুশিতেই মধুময়;
তোমাতেই বলার ছিল যে
এখনই পেয়েছি সময়।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
বিপ্লব চাকমা ২০/১০/২০১৭হাসিখুশি বিদায় । কয়েক লাইনের দারুণ আবেগের অনুভূতি।
-
মধু মঙ্গল সিনহা ২০/১০/২০১৭দারুণ লিখেছেন
-
আজাদ আলী ২০/১০/২০১৭Nice
-
সাইয়িদ রফিকুল হক ২০/১০/২০১৭বেশ!