আমি আজও
আমি আজও স্বপন দেখি
কিশোর কালের বেলা;
আমার সারা দিন কাটিত
আপন মনের খেলা।
কতই ছিল প্রাণের মাঝে
আপন সুরের দান;
আজকে আবার মনে আসে
সকল সে অভিমান।
------
কিশোর কালের বেলা;
আমার সারা দিন কাটিত
আপন মনের খেলা।
কতই ছিল প্রাণের মাঝে
আপন সুরের দান;
আজকে আবার মনে আসে
সকল সে অভিমান।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
টি এম আমান উল্লাহ ১৮/১০/২০১৭নস্টালজিক
-
কে. পাল ১৮/১০/২০১৭Osadharon lekha
-
বিপ্লব চাকমা ১৮/১০/২০১৭কবি, হঠাৎ করে ফিরিয়ে দিলে কিশোর স্মৃতি
কিভাবে পাই স্বপ্ন ছাড়া হয়নি যদিও বিস্মৃতি!
ক্ষনিকের জন্য হলেও কিশোরের আনন্দে আন্দোলিত হলাম। -
মোঃ মুসা খান ১৭/১০/২০১৭বাঃ সুন্দর লাগছে কবি এখানে শুভেচ্ছা ।
-
রুনা লায়লা ১৭/১০/২০১৭সুন্দর অনুভূতির প্রকাশ!
-
সাইয়িদ রফিকুল হক ১৭/১০/২০১৭ভালো।
-
মধু মঙ্গল সিনহা ১৭/১০/২০১৭সুন্দর কবিতা
-
আজাদ আলী ১৭/১০/২০১৭Nice sir