তোমার গান শুনেছি
তোমার গান শুনেছি আজ
চেয়ে গানের আসরে;
মধুর সুরে গান শুনেছি
আমার মন বাসরে।
মোহিত হয়ে চেয়ে ছিলাম
তোমার মুখের 'পরে;
তুমি বুঝি গান গেয়ে গেছ
আজকে আমার ঘরে।
-------
চেয়ে গানের আসরে;
মধুর সুরে গান শুনেছি
আমার মন বাসরে।
মোহিত হয়ে চেয়ে ছিলাম
তোমার মুখের 'পরে;
তুমি বুঝি গান গেয়ে গেছ
আজকে আমার ঘরে।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাদা কাঁক(মেহেদী হাসান) ১৬/১০/২০১৭সুন্দর কবিতা
-
টি এম আমান উল্লাহ ১৬/১০/২০১৭nice
-
কে. পাল ১৬/১০/২০১৭Darun
-
কামরুজ্জামান সাদ ১৬/১০/২০১৭ছন্দবদ্ধ কবিতা
-
মধু মঙ্গল সিনহা ১৬/১০/২০১৭খুব ভালো
-
আজাদ আলী ১৬/১০/২০১৭Khub Valo laglo priy kobi