সেদিন তুমি আপন মনে
সেদিন তুমি আপন মনে
ডেকেছ সাঁঝের বেলা;
কী ছিল তখন ওই মনে
বালিকা বুকের খেলা।
পথে দু'ধার আঁধারে ছিল
তোমার মনেতে আলো;
আমাকে দেখে চুপ করেছ
বেসেছ আমারে ভালো।
ডেকেছ সাঁঝের বেলা;
কী ছিল তখন ওই মনে
বালিকা বুকের খেলা।
পথে দু'ধার আঁধারে ছিল
তোমার মনেতে আলো;
আমাকে দেখে চুপ করেছ
বেসেছ আমারে ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাইয়িদ রফিকুল হক ১৩/১০/২০১৭সুন্দর!
-
মধু মঙ্গল সিনহা ১৩/১০/২০১৭ভাল লিখেছেন প্রিয় কবি।
-
আজাদ আলী ১৩/১০/২০১৭Nice romantic poem.