প্রলয় সেদিন
সে ছিল বরষা মধুরতা
নির্জন এক পথে;
কত জানি প্রলয় সেদিন
আমরা একই রথে।
কলা পাতায় দিয়েছে দোলা
তখন প্রণয় বেলা;
তোমার আঁচল আমাতেই
তোমার ঠোঁটেতে খেলা।
নির্জন এক পথে;
কত জানি প্রলয় সেদিন
আমরা একই রথে।
কলা পাতায় দিয়েছে দোলা
তখন প্রণয় বেলা;
তোমার আঁচল আমাতেই
তোমার ঠোঁটেতে খেলা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১২/১০/২০১৭প্রিয় ভাল লিখেছেন।
-
সাইয়িদ রফিকুল হক ১২/১০/২০১৭বাঃ
-
অমিত শমূয়েল সমদ্দার ১২/১০/২০১৭ভাল
-
আজাদ আলী ১২/১০/২০১৭Sweet
-
মধু মঙ্গল সিনহা ১২/১০/২০১৭দারুণ