অবেলায় তুমি
অবেলায় তুমি জলে ভিজে গেছ-
জলেতে দিয়েছ ডুব;
তোমার আঁচল ভিজেছে বাদলে
ভিজতে ইচ্ছা খুব।
তোমার ও চুলে জলের বিন্দু
দেহেতে পাগল জল;
তোমার আঙিনায় বহে বাতাস
সেথা মোর চলাচল।
------
জলেতে দিয়েছ ডুব;
তোমার আঁচল ভিজেছে বাদলে
ভিজতে ইচ্ছা খুব।
তোমার ও চুলে জলের বিন্দু
দেহেতে পাগল জল;
তোমার আঙিনায় বহে বাতাস
সেথা মোর চলাচল।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৭/১০/২০১৭আপনার কবিতাগুলোর একটা অংশও কিন্তু তারুণ্যের পাঠকদেরকে দিতে চান না।কিন্তু কেনো?
-
সাইয়িদ রফিকুল হক ০৭/১০/২০১৭বেশ!
-
সমির প্রামাণিক ০৭/১০/২০১৭"তোমার আঙিনায় বহে বাতাস
সেথা মোর চলাচল।"
অতি সুন্দর কাব্যিক প্রকাশ। শুভকামনা কবিকে। -
মধু মঙ্গল সিনহা ০৭/১০/২০১৭অসাধারন,ধন্যবাদ প্রিয় কবি।
-
আজাদ আলী ০৭/১০/২০১৭Khub sundar