ছন্দে ছন্দে
ও নতুন পথের বালিকা
কোথা চলে যাও দূরে;
অপলকে চেয়ে দেখি আমি
কোন গান গাও সুরে।
পায়েতে ও বাহারি নূপুর
ছন্দে ছন্দে চলো;
তোমার আঁখির ও তারায়
কত কথা মোরে বলো।
------
কোথা চলে যাও দূরে;
অপলকে চেয়ে দেখি আমি
কোন গান গাও সুরে।
পায়েতে ও বাহারি নূপুর
ছন্দে ছন্দে চলো;
তোমার আঁখির ও তারায়
কত কথা মোরে বলো।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৫/১০/২০১৭বেশ
-
Tanju H ০৪/১০/২০১৭অসাধারন প্রিয় কবি।।
-
মুহাম্মাদ রাসেল উদ্দীন ০৪/১০/২০১৭বাহ! চমৎকার!!
-
দীপঙ্কর বেরা ০৪/১০/২০১৭সুন্দর
-
আজাদ আলী ০৪/১০/২০১৭Rhythm rhythm very nice
-
অমিত শমূয়েল সমদ্দার ০৪/১০/২০১৭দারুন ভাবনা