ঘুমের জন্যে
কত রাত জেগে আছ মেয়ে
আজ ঘুমে হয়েছ কাতর;
অপরূপেতে ঘুমিয়ে গেছ
গায়েতে মেখেছ ও আঁতর।
সেই থেকে ঘুমে ঘুমে আছ
ও ঘুমের দেশের কন্যে;
আরো দূর পথ যেতে পারি
তোমার ওই ঘুমের জন্যে।
------
আজ ঘুমে হয়েছ কাতর;
অপরূপেতে ঘুমিয়ে গেছ
গায়েতে মেখেছ ও আঁতর।
সেই থেকে ঘুমে ঘুমে আছ
ও ঘুমের দেশের কন্যে;
আরো দূর পথ যেতে পারি
তোমার ওই ঘুমের জন্যে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অমিত শমূয়েল সমদ্দার ০৩/১০/২০১৭সুন্দর প্রকাশ
-
কামরুজ্জামান সাদ ০৩/১০/২০১৭চমৎকার
-
Tanju H ০২/১০/২০১৭চমৎকার প্রিয় কবি।।শুভেচ্ছা নিবেন।।।
-
আজাদ আলী ০২/১০/২০১৭Khub sundar.