বিষাদ
কাল হেথা ছিল কত খুশি
আজ বিষাদের ছায়া;
আলোর সাজ, কথার মাঝে
শুধু ভাসে তার মায়া।
কাল বাজে মাদল সানাই
আজ যে গেছে হারিয়ে;
সেই অবাক শিশুরা এসে
কাছেতে আছে দাঁড়িয়ে।
------
আজ বিষাদের ছায়া;
আলোর সাজ, কথার মাঝে
শুধু ভাসে তার মায়া।
কাল বাজে মাদল সানাই
আজ যে গেছে হারিয়ে;
সেই অবাক শিশুরা এসে
কাছেতে আছে দাঁড়িয়ে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোঃ শহীদ হোসেন হৃদয় ০২/১০/২০১৭ভালো লিখেছেন।
-
কামরুজ্জামান সাদ ০১/১০/২০১৭বেশ ভাল লিখেছেন দাদা।
-
সমির প্রামাণিক ০১/১০/২০১৭এটাই তো পৃথিবীর নিয়ম কবি। কাল যে ছিল আজ সে নেই আর আজ যে আছে কাল সে থাকবে না। খুব সুন্দর। কবিকে শুভেচ্ছা।
-
পারভেজ এ রহমান ০১/১০/২০১৭দারুণ
-
Tanju H ০১/১০/২০১৭চমৎকার প্রিয় কবি।
-
সাইয়িদ রফিকুল হক ০১/১০/২০১৭এমনই হয়।
-
আজাদ আলী ০১/১০/২০১৭Samne bachhar abar asbe.
-
মোঃ শহীদ হোসেন হৃদয় ০১/১০/২০১৭দারুন