পল্লিবালা
কথা তোমায় বলব ভেবে
কিছুই বলা হল না;
তুমি দাঁড়িয়ে ছিলে ও কূলে
তবু যে দেখা হল না।
তোমার হাতে ফুলের সাজি
হরেক ফুলের মালা;
তুমি আছ আমার নজরে
নতুন পল্লিবালা।
কিছুই বলা হল না;
তুমি দাঁড়িয়ে ছিলে ও কূলে
তবু যে দেখা হল না।
তোমার হাতে ফুলের সাজি
হরেক ফুলের মালা;
তুমি আছ আমার নজরে
নতুন পল্লিবালা।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
রেজাউল আবেদীন ২৬/০৯/২০১৭ফুলের মালাটা কি কদম ফুলের নাকি বেলি ফুলের ছিল, জানেন ? পল্লিবালাকে স্মরণ করার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ কবি।
-
সমির প্রামাণিক ২৬/০৯/২০১৭বেশ সুন্দর। শুভকামনা।
-
সাঁঝের তারা ২৬/০৯/২০১৭বেশ সুন্দর
-
কামরুজ্জামান সাদ ২৬/০৯/২০১৭তুমি আছ আমা নজরে নতুন পল্লিবালা
-
আজাদ আলী ২৬/০৯/২০১৭Very nice writing sir .Thanks