কোন দেশেতে
কোন দেশেতে বেঁধেছ ঘর
আমার দেশ ছাড়িয়ে;
কোন দেশেতে আছ বন্ধু
আমায় তুমি হারিয়ে।
তোমার দেশেতে আছে কি গো
আমার মতো প্রিয়;
আমার কথা বোলো তাকে
আমার আশিস দিও।
আমার দেশ ছাড়িয়ে;
কোন দেশেতে আছ বন্ধু
আমায় তুমি হারিয়ে।
তোমার দেশেতে আছে কি গো
আমার মতো প্রিয়;
আমার কথা বোলো তাকে
আমার আশিস দিও।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২৪/০৯/২০১৭সুন্দর
-
সমির প্রামাণিক ২৪/০৯/২০১৭বাহ! সুন্দর। সুখপাঠ্য। শুভেচ্ছা রইলো কবির জন্য।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৯/২০১৭ভালো।
-
রুনা লায়লা ২৪/০৯/২০১৭কোন দেশেতে বেঁধেছ ঘর
আমার এই দেশ ছেড়ে ;
কোন দেশেতে আছো বন্ধু
মনটা আমার কেড়ে ।
তোমার দেশে আছে কি গো?
আমার মত প্রিয় !
আমার কথা বোলো তাকে
আমার আশিস দিও। ---খুব সুন্দর লিখেছেন প্রিয় কবি।শুভেচ্ছা সতত। -
কামরুজ্জামান সাদ ২৪/০৯/২০১৭প্রিয়রা প্রিয় থাকে অন্যকারো দেশে
-
আজাদ আলী ২৪/০৯/২০১৭Very nice sir very nice.Thanks