হাসিকথা
তোমার কাছেতে হাসিকথা
সোনাময় হয়ে ঝরে;
একাকী বাদলের ধারায়
তোমাকেই মনে পড়ে।
তোমার কাছেতে দুঃখ নেই
হাসিধারা অনাবিল;
অল্প কথায় হেসে উঠেছ
প্রাণ ঢালা খিল খিল।
----------
সোনাময় হয়ে ঝরে;
একাকী বাদলের ধারায়
তোমাকেই মনে পড়ে।
তোমার কাছেতে দুঃখ নেই
হাসিধারা অনাবিল;
অল্প কথায় হেসে উঠেছ
প্রাণ ঢালা খিল খিল।
----------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
আজাদ আলী ২৩/০৯/২০১৭
-
রুনা লায়লা ১৭/০৯/২০১৭বাহ ! সুন্দর ছড়া ।শুভেচ্ছা কবিকে।
-
সাঁঝের তারা ১৬/০৯/২০১৭অপূর্ব
-
কাজী জাহিদুল ইসলাম ১৬/০৯/২০১৭অসাধারন তোমার লেখা কবি বণ্ধু । বাল তেক সব সময় এই শুভ কামনা রইল ।
-
ন্যান্সি দেওয়ান ১৬/০৯/২০১৭Good.
-
কামরুজ্জামান সাদ ১৬/০৯/২০১৭ব্লগে আপনার লেখা পড়লে শক্তি চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ে।তিনি তো দিনে অনেকগুলো কবিতা (তার ভাষায় পদ্য) লিখতে পারতেন।আপনিও একাধিক লেখা প্রকাশ করেন।ভাল লাগে।কবিতাকে মনে ধারণ করার শক্তিই এটা সম্ভব করে।
Thanks.