পথের পরে বকুল গাছ
পথের পরে বকুল গাছ
ফুল আছে তার তলে;
সেই না ফুলের মালা গেঁথে
পরাব তোমার গলে।
রোজ রোজ আমি ফুল তুলি
দিয়েছি ঘরেতে রেখে;
রাতের কালে ঘুমিয়ে পড়ি
ফুলের গন্ধ মেখে।
--------
ফুল আছে তার তলে;
সেই না ফুলের মালা গেঁথে
পরাব তোমার গলে।
রোজ রোজ আমি ফুল তুলি
দিয়েছি ঘরেতে রেখে;
রাতের কালে ঘুমিয়ে পড়ি
ফুলের গন্ধ মেখে।
--------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৬/০৯/২০১৭বেশ
-
সাইয়িদ রফিকুল হক ১৫/০৯/২০১৭বাঃ, সুন্দর!