একখানি চিঠি দিও
একখানি চিঠি দিও প্রিয়
তোমার কথাটি লিখে;
আমার মনের ছোটো ঘরে
গোপনে দেব যে রেখে।
ফুলের মাঝেতে রেখে হাত
বাতাসে পাতিয়া কান;
সব কথা তুমি লিখো বন্ধু
সাথে নিয়ে অভিমান।
------
তোমার কথাটি লিখে;
আমার মনের ছোটো ঘরে
গোপনে দেব যে রেখে।
ফুলের মাঝেতে রেখে হাত
বাতাসে পাতিয়া কান;
সব কথা তুমি লিখো বন্ধু
সাথে নিয়ে অভিমান।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৪/০৯/২০১৭এ বয়সে এইধরনের চিঠি বিপদ ডেকে আনে আনতে পারে
-
কামরুজ্জামান সাদ ১৪/০৯/২০১৭এ বয়সে এইধরনের চিঠি বিপদ ডেকে আনে
-
সাইয়িদ রফিকুল হক ১৪/০৯/২০১৭ভালো।
-
রুনা লায়লা ১৪/০৯/২০১৭সুন্দর ও ছন্দময় প্রিয় কবি।
কান -অভিমান অন্তঃমিল পরিবর্তনে আরও সুন্দর হতে পারে।
ভালো থাকুন সবসময় কবি।