কোন নামেতে
কোন হাতে আজ ফুল তুলেছ
কোন চোখে ছিলে চেয়ে;
কোন নামেতে আমায় ডাকো
কোন পথে ছিলে প্রিয়ে।
আজ বুঝি সব ফুলগুলি
আমাকে দেবে তুলিয়া;
ফুলের মালা গলেতে দিবে
আর দিবে প্রাণ খুলিয়া।
কোন চোখে ছিলে চেয়ে;
কোন নামেতে আমায় ডাকো
কোন পথে ছিলে প্রিয়ে।
আজ বুঝি সব ফুলগুলি
আমাকে দেবে তুলিয়া;
ফুলের মালা গলেতে দিবে
আর দিবে প্রাণ খুলিয়া।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মধু মঙ্গল সিনহা ১৩/১০/২০১৭বাঃ সুন্দর প্রিয় কবি।
-
রেজাউল আবেদীন ১৩/০৯/২০১৭ফুল আর প্রানের মেলা , ভেলায় দেখা হোক না।
-
সাঁঝের তারা ১৩/০৯/২০১৭খুব ভালো ...
-
সাইয়িদ রফিকুল হক ১২/০৯/২০১৭ভালো।
-
কামরুজ্জামান সাদ ১২/০৯/২০১৭
-
রুনা লায়লা ১২/০৯/২০১৭খুব সুন্দর !শুভেচ্ছা কবিকে।
-
মোনালিসা ১২/০৯/২০১৭