সেই ডাকেতে (৫০০ তম)
নতুন দেশের পথ 'পরে
তোমার ছিল ঘর;
সেই পথেতে নিত্য চলা
তবুও ছিলাম পর।
সেদিন তুমি ডাকলে মোরে
একলা সবুজ হাতে;
সেই ডাকেতে ঘুম আসে না
এখন কোনো রাতে।
-----
তোমার ছিল ঘর;
সেই পথেতে নিত্য চলা
তবুও ছিলাম পর।
সেদিন তুমি ডাকলে মোরে
একলা সবুজ হাতে;
সেই ডাকেতে ঘুম আসে না
এখন কোনো রাতে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ১৩/০৯/২০১৭খুব ভালো
-
কামরুজ্জামান সাদ ১২/০৯/২০১৭প্রিয় ব্লগার,
সুন্দর কথামালায় সাজানো একটি লেখা। -
Tanju H ১২/০৯/২০১৭চমৎকার প্রিয় কবি