দূরের উঠানে বাজে গান
দূরের উঠানে বাজে গান
সমবেত কণ্ঠস্বরে;
কান পেতে তারেই শুনেছি-
চেয়েছি অনেক দূরে।
সারা পল্লি মুখরিত হয়
মানুষের কলরব;
মন দুয়ারে আজ আসিল
অবেলার উৎসব।
------
সমবেত কণ্ঠস্বরে;
কান পেতে তারেই শুনেছি-
চেয়েছি অনেক দূরে।
সারা পল্লি মুখরিত হয়
মানুষের কলরব;
মন দুয়ারে আজ আসিল
অবেলার উৎসব।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ০৮/০৯/২০১৭অসাধারন,শুভেচ্ছা রইল