অপ্রত্যাশিত
তখন আকাশে মেঘ সারি-
চারিদিকে অন্ধকার;
তোমার কাঁধে আমার হাত
কত পথ হই পার।
ভাদরের আকাশেতে বজ্র
ভয় ভয় পরিবেশ;
দুজনাতে মিলে মিশে আছি
দুজনায় এক বেশ।
-----
চারিদিকে অন্ধকার;
তোমার কাঁধে আমার হাত
কত পথ হই পার।
ভাদরের আকাশেতে বজ্র
ভয় ভয় পরিবেশ;
দুজনাতে মিলে মিশে আছি
দুজনায় এক বেশ।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০৭/০৯/২০১৭খুব ভালো
-
শ.ম. শহীদ ০৭/০৯/২০১৭বাহ্।
খুব সুন্দর। ফুর ফুরে একটা আমেজ!
কবির জন্য নির্মল ভালোবাসা।