তোমার নামে
চলব আমি তোমার নামে
তোমার সাথেই ঘর;
তোমার মনে আমার মন
তুমিই সব উত্তর।
তুমি যখন কাছেতে এলে
বাসলে ভালোটি মোরে;
আমার মন আমার কাছে
থাকে চিরদিন তরে।
------
তোমার সাথেই ঘর;
তোমার মনে আমার মন
তুমিই সব উত্তর।
তুমি যখন কাছেতে এলে
বাসলে ভালোটি মোরে;
আমার মন আমার কাছে
থাকে চিরদিন তরে।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মোনালিসা ০৫/০৯/২০১৭ভাল লাগল
-
শ.ম. শহীদ ০৫/০৯/২০১৭সুন্দর!
-
ফয়েজ উল্লাহ রবি ০৫/০৯/২০১৭সরি 'অন্তর' নয় 'উত্তর'।
-
ফয়েজ উল্লাহ রবি ০৫/০৯/২০১৭ছোট সুন্দর চলুক আরও।
তবে 'ঘর' এর সাথে অন্ত্য মিলে 'পর' আসতে পারে 'অন্তর' মিলে না তো! -
ফয়জুল মহী ০৫/০৯/২০১৭অপূর্ব
-
বিদ্রোহী শিহাব ০৫/০৯/২০১৭দুজনে একসাথে চলব বলে
ছুটে চলছি দীর্ঘপথ !