দুটি মন আজ
দুটি মন আজ মিশে গেছে
দুজনার সীমানায়;
আমার এ বাহুতলে আজ
কত সুখ চেয়ে যায়।
দুটি মন রূপে সাদা-কালো
তবু মিল যে অভেদ্য;
তোমার কামনায় আজিকে
রচনায় প্রতিপাদ্য।
-----
দুজনার সীমানায়;
আমার এ বাহুতলে আজ
কত সুখ চেয়ে যায়।
দুটি মন রূপে সাদা-কালো
তবু মিল যে অভেদ্য;
তোমার কামনায় আজিকে
রচনায় প্রতিপাদ্য।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ০২/০৯/২০১৭সুন্দর
-
শ.ম. শহীদ ০২/০৯/২০১৭অসাধারণ লিখেছেন প্রিয় কবি।
-
ফয়েজ উল্লাহ রবি ০২/০৯/২০১৭ভাল লিখেছেন।
-
বিদ্রোহী শিহাব ০২/০৯/২০১৭তুমি যে আজও আছো
আমার লিখনির উপলক্ষ হয়ে
তোমায় নিয়ে আমি যে আজও ভাবি
তোমার জন্য আমি যে আজও কবি!!
সত্যি দাদা আপনার অনবদ্য শব্দচয়নে মুগ্ধ হলাম -
রেজওয়ান উল হক জীবন ০২/০৯/২০১৭সুন্দর কথন।
-
সমির প্রামাণিক ০২/০৯/২০১৭প্রতিপাদ্যটি চমৎকার। শুভেচ্ছা রইলো।