তোমার বাঁশি
রাতের আঁধার কেটে যায়
তোমার বাঁশির সুরে;
তোমার কথা ভাবতে বসি
আমার এ অন্তঃপুরে।
সোনালি ভোরের মধুরতা
সুর ভাঙ্গা এই মন;
তোমার জন্য করি অপেক্ষা
তোমাতেই নিবেদন।
তোমার বাঁশির সুরে;
তোমার কথা ভাবতে বসি
আমার এ অন্তঃপুরে।
সোনালি ভোরের মধুরতা
সুর ভাঙ্গা এই মন;
তোমার জন্য করি অপেক্ষা
তোমাতেই নিবেদন।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অনির্বাণ সূর্যকান্ত ০৯/০৯/২০১৭ভালোবাসার জয় হোক।
-
কে. পাল ০১/০৯/২০১৭Darun
-
মুক্তপুরুষ ০১/০৯/২০১৭সুন্দর লিখেছেন