ভোরবেলা
ভোরবেলা দোর খুলে আজ
তোমারে দেখেছি চোখে;
শরতের রাঙাপথ 'পরে
চলেছ বাহারি সুখে।
পায়ে বাজে নূপুরের মল
ছন্দে ছন্দে চেয়ে গেছ;
পিছু থেকে দেখি তোমারেই
মনে প্রত্যাশা চেয়েছ।
-------
তোমারে দেখেছি চোখে;
শরতের রাঙাপথ 'পরে
চলেছ বাহারি সুখে।
পায়ে বাজে নূপুরের মল
ছন্দে ছন্দে চেয়ে গেছ;
পিছু থেকে দেখি তোমারেই
মনে প্রত্যাশা চেয়েছ।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ০৪/০৯/২০১৭সুজিত দা, সুন্দর লিখেছেন।
-
মুক্তপুরুষ ৩১/০৮/২০১৭ভালো লাগল!
-
ন্যান্সি দেওয়ান ৩১/০৮/২০১৭Lovely.