সোনামুখ
ভাদরের রোদ লেগেছিল
ভাদরের সোনামুখে;
কাঁচা সোনা যেন ঝরেছিল
তাহার ললাট-বুকে।
আকাশে ভাসে ভাদ্রের বেলা
রৌদ্র সাথে উঁকি ঝুকি;
তোমার লাবণ্য চেয়ে চেয়ে
গোপনেতে আমি দেখি।
------
ভাদরের সোনামুখে;
কাঁচা সোনা যেন ঝরেছিল
তাহার ললাট-বুকে।
আকাশে ভাসে ভাদ্রের বেলা
রৌদ্র সাথে উঁকি ঝুকি;
তোমার লাবণ্য চেয়ে চেয়ে
গোপনেতে আমি দেখি।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ফয়েজ উল্লাহ রবি ৩০/০৮/২০১৭
-
ন্যান্সি দেওয়ান ৩০/০৮/২০১৭Good.
শুভেচ্ছা রইল কবি।