প্রথম ঋণ
ভোরের আলো ফোটে যখন
তখন আসিলে প্রাতে;
ভোরের আলোর পুষ্পমালা
ছিল যে তোমার হাতে।
তোমার মুখে প্রভাত ছায়া
সকালের শুভদিন;
আজ প্রাতের এই কামনা
আমার প্রথম ঋণ।
----
তখন আসিলে প্রাতে;
ভোরের আলোর পুষ্পমালা
ছিল যে তোমার হাতে।
তোমার মুখে প্রভাত ছায়া
সকালের শুভদিন;
আজ প্রাতের এই কামনা
আমার প্রথম ঋণ।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
মুক্তপুরুষ ২৯/০৮/২০১৭ভালো লাগলো কবি💜
-
সুশান্ত বিশ্বাস ২৯/০৮/২০১৭বেশ ভালো।।
-
অনির্বাণ সূর্যকান্ত ২৯/০৮/২০১৭শুভ সকাল। এগিয়ে যাক কবিতা।