অন্তঃপুর
আমার পথে আর আসোনা
না দাও এখানে পারি;
তোমার কথা সবে ভুলেছে
আমি ভেবেছি তারই
কত দিন গেল! আর রাত
সকল মেলাল দূরে;
তুমি বন্ধু গোপনেতে আছ
আপনার অন্তঃপুরে।
না দাও এখানে পারি;
তোমার কথা সবে ভুলেছে
আমি ভেবেছি তারই
কত দিন গেল! আর রাত
সকল মেলাল দূরে;
তুমি বন্ধু গোপনেতে আছ
আপনার অন্তঃপুরে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২৯/০৮/২০১৭খুব সুন্দর...
-
অর্ক রায়হান ২৮/০৮/২০১৭সুন্দর কবিতা।
-
সাইয়িদ রফিকুল হক ২৮/০৮/২০১৭বেশ!বেশ!
-
মোনালিসা ২৮/০৮/২০১৭ভাল ছিল
-
সুশান্ত বিশ্বাস ২৮/০৮/২০১৭অ ন ব দ্য