গহিন আঁধার দূর করিব
গাঢ় আঁধারে মিশেছে পথ
বাঁধা তারই সামনে;
আলোক পথে্তে মুক্ত করো
সাড়া দাও আবেদনে।
আমার হাতে দীপ্ত মশাল
মনেতে সোনার আলো;
গহিন আঁধার দূর করিব
বিপদে বাসিব ভালো।
বাঁধা তারই সামনে;
আলোক পথে্তে মুক্ত করো
সাড়া দাও আবেদনে।
আমার হাতে দীপ্ত মশাল
মনেতে সোনার আলো;
গহিন আঁধার দূর করিব
বিপদে বাসিব ভালো।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৮/০৮/২০১৭খুব ভালো লাগলো
-
সুলতান মাহমুদ ২৮/০৮/২০১৭Good one!
-
মিজান নকীব ২৮/০৮/২০১৭চমৎকার লেখনি
-
কামরুজ্জামান সাদ ২৮/০৮/২০১৭বেশ লিখেছেন কবি