আজ বকুলবিথির তলে
আজ বকুলবিথির তলে-
বসে কোন সে কুমারী;
আপনার ঢঙে চেয়ে আছে
প্রাণ ফুল সহচরী।
একটি বকুল পড়ে ঝরে
তাহার আলতা পায়ে;
এলো বসনে তুলেছে তাহা
মিশেছে স্নেহের ছায়ে।
বসে কোন সে কুমারী;
আপনার ঢঙে চেয়ে আছে
প্রাণ ফুল সহচরী।
একটি বকুল পড়ে ঝরে
তাহার আলতা পায়ে;
এলো বসনে তুলেছে তাহা
মিশেছে স্নেহের ছায়ে।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৫/০৮/২০১৭বেশ সুন্দর হয়েছে
-
এম এম হোসেন ২৫/০৮/২০১৭চমৎকার!