গাঁয়ের পথে
গাঁয়ের পথে আজ চলেছি
হরেক স্বপন মাখা;
ছোটোবেলার দিন সকল
আবার ফিরে যে দেখা।
সেই দিঘি ও গাছ-গাছালি
হরেক ফুলের মালা;
পল্লিমায়ের ঘরখানিতে
স্মৃতির আসন ঢালা।
-----
হরেক স্বপন মাখা;
ছোটোবেলার দিন সকল
আবার ফিরে যে দেখা।
সেই দিঘি ও গাছ-গাছালি
হরেক ফুলের মালা;
পল্লিমায়ের ঘরখানিতে
স্মৃতির আসন ঢালা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সমির প্রামাণিক ২৪/০৮/২০১৭ছোট্ট কিন্তু শ্রুতি মধুর। শুভেচ্ছা।
-
সাইয়িদ রফিকুল হক ২৪/০৮/২০১৭ভালো লাগলো।
-
ফয়েজ উল্লাহ রবি ২৪/০৮/২০১৭বেশ ভাল লেগেছে শুভেচ্ছা রইল কবি।
-
সুশান্ত বিশ্বাস ২৪/০৮/২০১৭খুব ভালো লাগলো
-
অর্ক রায়হান ২৪/০৮/২০১৭অপূর্ব! ছোট্ট কিন্তু কী বিরাট আবেদন কবিতায়! মন উড়ুউড়ু করছে পাঠান্তে গাঁয়ে যেতে।