রূপ সুষমা
তুমি আজ এলে ঘর মাঝে-
কীবা শোভে অনুপমা!
চেয়ে চেয়ে তাই দেখে গেছি-
তোমার রূপ সুষমা।
হেসে হেসে কথা বলে গেছ
শুনি নাই সে লগনে;
তোমার মুখ শুধু দেখেছি
আড়ালে আর গোপনে।
-----
কীবা শোভে অনুপমা!
চেয়ে চেয়ে তাই দেখে গেছি-
তোমার রূপ সুষমা।
হেসে হেসে কথা বলে গেছ
শুনি নাই সে লগনে;
তোমার মুখ শুধু দেখেছি
আড়ালে আর গোপনে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ২৪/০৮/২০১৭ভাল লেগেছে
-
সাঁঝের তারা ২৩/০৮/২০১৭অপূর্ব!
-
অর্ক রায়হান ২৩/০৮/২০১৭অমৃত।
-
দীপঙ্কর বেরা ২৩/০৮/২০১৭খুব সুন্দর
-
সুশান্ত বিশ্বাস ২৩/০৮/২০১৭দারুন হয়েছে