কার ছোঁয়াতে
কার আদেশে রোজ সকালে
সূরয ওঠে হাসিয়া;
কার ইশারায় নদী বুকে
পানসি চলে ভাসিয়া।
কার ছোঁয়াতে আকাশ মাঝে
চন্দ্র তারার ও আলো;
কার লাগিয়া সবুজ ভূমি
খুশির মাঝে ছড়ালো!
-----
সূরয ওঠে হাসিয়া;
কার ইশারায় নদী বুকে
পানসি চলে ভাসিয়া।
কার ছোঁয়াতে আকাশ মাঝে
চন্দ্র তারার ও আলো;
কার লাগিয়া সবুজ ভূমি
খুশির মাঝে ছড়ালো!
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২১/০৮/২০১৭ভালো
-
এস, এম, সাফি কল্লোল ২১/০৮/২০১৭মহত্ব!
দারুণ -
অর্ক রায়হান ২১/০৮/২০১৭ভালো, বেশ ভালো।