আজ তুমি নদীঘাটে চেয়ে
আজ তুমি নদীঘাটে চেয়ে
দেখ ভরা নদী ঢেউ;
তুমি দেখ ও নদীর ধারা
আর দেখে না যে কেউ।
তোমার আঁচল মোর হাতে
তোমার চোখেতে চোখ;
এমন ক্ষণে দেখি তোমায়
খারাপ বলুক লোক।
-----
দেখ ভরা নদী ঢেউ;
তুমি দেখ ও নদীর ধারা
আর দেখে না যে কেউ।
তোমার আঁচল মোর হাতে
তোমার চোখেতে চোখ;
এমন ক্ষণে দেখি তোমায়
খারাপ বলুক লোক।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সুশান্ত বিশ্বাস ২৬/০৮/২০১৭খুব ভালো
-
একরামুল হক ২০/০৮/২০১৭দারুন কিছু শব্দের সমাহার......দারুন
-
কামরুজ্জামান সাদ ২০/০৮/২০১৭চমৎকার কথামালা
-
সাইয়িদ রফিকুল হক ১৯/০৮/২০১৭বেশ তা-ই হোক।
-
আসগার এইচ পারভেজ ১৯/০৮/২০১৭লোকে তো কত কিছুই বলে, সবটাতে কি আর কান দিতে আছে......