মন সাম্পান
ঝড়ের কালে মেঘের পানে-
থাকব শুধুই চেয়ে;
আমার মনে পাতার দোলা,
নূপুরের ধ্বনি পেয়ে।
গাছে গাছে আজ শব্দ কত-
ভাসিছে নবীন প্রাণ;
খানিক বাদে বাদল আসে-
ভাসাব মন সাম্পান।
------
থাকব শুধুই চেয়ে;
আমার মনে পাতার দোলা,
নূপুরের ধ্বনি পেয়ে।
গাছে গাছে আজ শব্দ কত-
ভাসিছে নবীন প্রাণ;
খানিক বাদে বাদল আসে-
ভাসাব মন সাম্পান।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
কামরুজ্জামান সাদ ১৭/০৮/২০১৭বরাবরের মতোই ভাল লিখেছেন
-
তাবেরী ১৬/০৮/২০১৭সুন্দর।
-
সাইয়িদ রফিকুল হক ১৬/০৮/২০১৭বাঃ, তা-ই হোক।
-
মোনালিসা ১৬/০৮/২০১৭ভাল
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১৬/০৮/২০১৭ভালো লাগলো