রাত গভীরে
রাত গভীরে চোখের পাতা
স্বপন মেলিয়া ধরে;
তখন চোখে হাজার স্বপ্ন-
জেগে থাকি মোর ঘরে।
মন তখন চঞ্চল হয়
ঘুম মাঝেতে উন্মুখ;
নীরবক্ষণে বলিব কথা
সাজানো আমার বুক।
-------
স্বপন মেলিয়া ধরে;
তখন চোখে হাজার স্বপ্ন-
জেগে থাকি মোর ঘরে।
মন তখন চঞ্চল হয়
ঘুম মাঝেতে উন্মুখ;
নীরবক্ষণে বলিব কথা
সাজানো আমার বুক।
-------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
Tanju H ১৫/০৮/২০১৭চমৎকার।
-
অর্ক রায়হান ১৫/০৮/২০১৭ভালো।