অভিশাপ
চোখে তার আজ জল ভরা
বুকের পরেতে ঢেউ;
শ্রাবণ আকাশ যেন ঝরে
দেখে না যে চেয়ে কেউ।
ভাসে দূরে সাগরের গান;
মনেতে আসে বিলাপ;
ঢেউ ভাঙা পথ চেয়ে আমি
দিয়েছি যে অভিশাপ।
বুকের পরেতে ঢেউ;
শ্রাবণ আকাশ যেন ঝরে
দেখে না যে চেয়ে কেউ।
ভাসে দূরে সাগরের গান;
মনেতে আসে বিলাপ;
ঢেউ ভাঙা পথ চেয়ে আমি
দিয়েছি যে অভিশাপ।
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ১৩/০৮/২০১৭ভালো।
-
সাঁঝের তারা ১৩/০৮/২০১৭সুন্দর...