গভীর ঘুমে
গভীর ঘুমে ঘুমিয়ে আছি
কেউ জাগাল না মোরে;
বন্ধ ঘরের আগল ভেঙে
আঘাত করেনি দোরে।
ঘুমের শিয়রে দীপ ছিল
ছিল জীবনের আলো;
মনে আঁধার দূর হল না
আঁধারে ভাসিয়ে দিল।
-----
কেউ জাগাল না মোরে;
বন্ধ ঘরের আগল ভেঙে
আঘাত করেনি দোরে।
ঘুমের শিয়রে দীপ ছিল
ছিল জীবনের আলো;
মনে আঁধার দূর হল না
আঁধারে ভাসিয়ে দিল।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তীর্থের কাক ১৩/০৮/২০১৭বাহ!
-
কামরুজ্জামান সাদ ১৩/০৮/২০১৭দারুণ
-
শাহানাজ সুলতানা (শাহানাজ) ১২/০৮/২০১৭ভালো লাগলো