চাঁদের আলো
জোছনা রাতে আকাশ দেখি
দেখেছি তারার মেলা;
আকাশ জুড়ে মিলন যেন
আলোর সুরের খেলা।
অযূত তারার মাঝে দেখি
চাঁদের অরূপ হাসি;
এমন রাতে চাঁদের আলো
দেখতে যে ভালোবাসি।
-----
দেখেছি তারার মেলা;
আকাশ জুড়ে মিলন যেন
আলোর সুরের খেলা।
অযূত তারার মাঝে দেখি
চাঁদের অরূপ হাসি;
এমন রাতে চাঁদের আলো
দেখতে যে ভালোবাসি।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ০৭/০৮/২০১৭সুন্দর।
-
মোঃ নাজমুল হাসান ০৭/০৮/২০১৭চমৎকার।
-
এম এম হোসেন ০৬/০৮/২০১৭সুন্দর
-
তীর্থের কাক ০৬/০৮/২০১৭সুন্দর
-
সাঁঝের তারা ০৬/০৮/২০১৭সুন্দর
-
সাইয়িদ রফিকুল হক ০৬/০৮/২০১৭ভালো।
-
মোনালিসা ০৬/০৮/২০১৭
-
Abdullah Al Mamun ০৬/০৮/২০১৭Valo