শুধু দেখে চলি
আজ গুন গুন কলরবে
পাখি সব গান করে;
শ্রাবণ নদীর জলরাশি-
বহিছে গাঁয়ের তরে।
রাত-আকাশ উঠেছে সেজে
মনের নিপুণতায়;
বারবার শুধু দেখে চলি
বিস্ময় ভালোবাসায়।
------
পাখি সব গান করে;
শ্রাবণ নদীর জলরাশি-
বহিছে গাঁয়ের তরে।
রাত-আকাশ উঠেছে সেজে
মনের নিপুণতায়;
বারবার শুধু দেখে চলি
বিস্ময় ভালোবাসায়।
------
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
তাবেরী ২৮/০৭/২০১৭বেশ ভালোই