বিধাতা
সূরয ওঠে নীল আকাশে-
রাতে চাঁদ আর তারা;
আকাশ থেকে বাদল ঝরে-
সাগর জলের ধারা।
গাছে গাছে নানান কুসুম-
হাজার রঙের পাতা;
সব সৃষ্টির মূলেই তিনি
তিনি পরম বিধাতা।
-----
রাতে চাঁদ আর তারা;
আকাশ থেকে বাদল ঝরে-
সাগর জলের ধারা।
গাছে গাছে নানান কুসুম-
হাজার রঙের পাতা;
সব সৃষ্টির মূলেই তিনি
তিনি পরম বিধাতা।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
ন্যান্সি দেওয়ান ২৬/০৭/২০১৭Better.
-
নাবিক ২৬/০৭/২০১৭সব সৃষ্টির মূলেই তিনি
তিনি পরম বিধাতা। 👍👍👍