প্রণয় রঙ
জলে ভিজে গেছে ও আঙিনা-
জলে ভিজে গেছ তুমি;
এমন শ্রাবণ বর্ষাধারা
আগে যে দেখিনি আমি।
সারাদিন অবিরাম বারি,
ঝরেছে আপন ঢঙে;
তারই মাঝে তোমার রূপ-
দেখেছি প্রণয় রঙে।
-----
জলে ভিজে গেছ তুমি;
এমন শ্রাবণ বর্ষাধারা
আগে যে দেখিনি আমি।
সারাদিন অবিরাম বারি,
ঝরেছে আপন ঢঙে;
তারই মাঝে তোমার রূপ-
দেখেছি প্রণয় রঙে।
-----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
অর্ক রায়হান ২৪/০৭/২০১৭সুন্দর।
-
কামরুজ্জামান সাদ ২৪/০৭/২০১৭সুন্দর
-
নাবিক ২৪/০৭/২০১৭খুব ভালো লাগলো 😁
-
মোনালিসা ২৪/০৭/২০১৭
-
দ্বীপ সরকার ২৪/০৭/২০১৭নাইস কবিতা