রাত প্রহরী
কেউ কি আছো- রাত প্রহরী
এবার আলো জ্বালাও;
আঁধার রাতের এই কালি
কাছেতে এসে ঘোচাও।
তারপরে এসো পথ চলি
দু'য়ে করি আলিঙ্গন;
তোমার সাথেতে বাকি পথ
চলব সাথে দুজন।
----
এবার আলো জ্বালাও;
আঁধার রাতের এই কালি
কাছেতে এসে ঘোচাও।
তারপরে এসো পথ চলি
দু'য়ে করি আলিঙ্গন;
তোমার সাথেতে বাকি পথ
চলব সাথে দুজন।
----
মন্তব্য যোগ করুন
এই লেখার উপর আপনার মন্তব্য জানাতে নিচের ফরমটি ব্যবহার করুন।
মন্তব্যসমূহ
-
সাঁঝের তারা ২২/০৭/২০১৭সুন্দর ...
-
বিপ্লব চাকমা ২২/০৭/২০১৭কবি, দেশ এখন অচল পদ্য। শুধু রাতে কেন, দিনের অন্ধকারেও প্রহরী নিয়ে পথ চলতে হবে বৈকি। সুন্দর আহ্বান। এসো পথ চলি......
-
নাবিক ২২/০৭/২০১৭ভালো লাগলো 👌
-
সাইয়িদ রফিকুল হক ২২/০৭/২০১৭বেশ!